‘গুলাবো সিতাবো’-য় কেয়া লেকে আয়ো জগমে’ গানটি শুনেছেন? তাহলে এই ভদ্রলোককে চিনে রাখুন
Continues below advertisement
সুজিত সরকার পরিচালিত অমিতাভ বচ্চন, আয়ুষ্মান খুরানা অভিনীত ‘গুলাবো সিতাবো’ দেখে মুগ্ধ প্রসেনজিত্ চট্টোপাধ্যায়। ট্যুইটারে প্রসেনজিত্ জানান, বহুস্তরীয় ছবিটি বর্তমান সময়ে খুবই প্রাসঙ্গিক। অমিতাভ বচ্চন, আয়ুষ্মান খুরানার পাশাপাশি চিত্রনাট্যকার জুহি চতুর্বেদীর প্রশংসা করেন প্রসেনজিত্ চট্টোপাধ্যায়। আমাজন প্রাইম ভিডিওয় দেখা যাচ্ছে ছবিটি।
শান্তনু মৈত্রর সুরে ‘গুলাবো সিতাবো’-র ‘কেয়া লেকে আয়ো জগমে’ গানটি গেয়েছেন বিনোদ দুবে। মুম্বইয়ের বাসিন্দা বিনোদ দুবে শিক্ষকতার পাশাপাশি কবিতা-চর্চাও করেন। গান লিখতে এবং গাইতেও ভালবাসেন। সুজিত সরকার পরিচালিত ‘গুলাবো সিতাবো’-য় তাঁর গাওয়া গানটি ব্যবহার করা হবে, তা না জানিয়েই বিনোদ দুবের গান রেকর্ড করেছিলেন শান্তনু মৈত্র। ক্যাপশনে একথা জানিয়ে ইনস্টাগ্রামে এই ভিডিওটি আপলোড করেছেন শান্তনু মৈত্র।
শান্তনু মৈত্রর সুরে ‘গুলাবো সিতাবো’-র ‘কেয়া লেকে আয়ো জগমে’ গানটি গেয়েছেন বিনোদ দুবে। মুম্বইয়ের বাসিন্দা বিনোদ দুবে শিক্ষকতার পাশাপাশি কবিতা-চর্চাও করেন। গান লিখতে এবং গাইতেও ভালবাসেন। সুজিত সরকার পরিচালিত ‘গুলাবো সিতাবো’-য় তাঁর গাওয়া গানটি ব্যবহার করা হবে, তা না জানিয়েই বিনোদ দুবের গান রেকর্ড করেছিলেন শান্তনু মৈত্র। ক্যাপশনে একথা জানিয়ে ইনস্টাগ্রামে এই ভিডিওটি আপলোড করেছেন শান্তনু মৈত্র।
Continues below advertisement
Tags :
Sujit Sircar Shantanu Moitra Prosenjit Chatterjee Film Star Gulabo Sitabo ABP Ananda LIVE Abp Ananda