বলিউডে মাদক-যোগ! এনসিবির দফতরে আজ রকুলপ্রীত, কাল দীপিকার হাজিরার সম্ভাবনা
ড্রাগ তদন্তে এবার দীপিকা পাড়ুকোনকে ডেকে পাঠাল এনসিবি। পাশাপাশি ডেকে পাঠানো হয়েছে সারা আলি খান, শ্রদ্ধা কাপুর এবং রকুলপ্রীত সিংকেও। আজ হাজিরা দিতে পারেন রকুলপ্রীত। কাল আসতে পারেন দীপিকা। শনিবার উপস্থিত হতে পারেন শ্রদ্ধা ও সারা।