Neel Trina marriage reception নীল-তৃণা রিসেপশনে চাঁদের হাট, দেখুন ভিডিও

পিসি চন্দ্র গার্ডেনে বসল নীল-তৃণার রাজকীয় রিসেপশনের আসর। মেরুন পোশাকে উজ্জ্ব নবদম্পতি। তারকাখচিত সেই আসরে তারকাদের ঝলমলে উপস্থিতি। ছিল রাজকীয় আয়োজন। বিয়ের আসরে উপস্থিত হয়েছিলেন টলিউডের একঝাঁক চেনা মুখ। তৃণার বিয়েতে এসেছিলেন ইশা সাহা। ইশা আর তৃণা একইসঙ্গে পা রাখেন অভিনয় জীবনে। দুই অভিনেত্রীর মধ্যে দারুণ বন্ধুত্বও রয়েছে।  ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্তও । আপাতত শ্যুটিং-এর কাজে কলকাতায় আছেন নায়িকা। নীল তৃণার রিসেপশনে আসেন অভিনেতা কুশল চক্রবর্তীও। সিঁথিতে চওড়া সিঁদুর আর গা ভরা গয়নায় এদিন তৃণার দিক থেকে চোখ ফেরানো যাচ্ছিল না।কনের পোশাকে সঙ্গে সামঞ্জস্য রেখেই সেজেছিলেন নীল। তাঁকে দেখা গেল মেরুন শেরওয়ানিতে। আসরে একসঙ্গে নাচও করেন নীল-তৃণা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola