ফিরব বলেও আর ফেরা হল না! ‘এই খবর সত্যি নয়’, ঋষি কপূরের মৃত্যুতে শোকে সিনেমা বিশ্ব
Continues below advertisement
প্রয়াত অভিনেতা ঋষি কপূর। তাঁর পরিবারে তরফে জানানো হয়েছে, আজ সকাল ৮টা ৪৫মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দু’বছর ধরে লিউকোমিয়ার সঙ্গে লড়াই করছিলেন তিনি। হাসপাতালে জীবনের শেষ সময় পর্যন্ত তিনি চিকিত্সক এবং নার্সদের হাসিয়ে গিয়েছেন। ঋষি কপূরের দাদা রণধীর কপূর জানিয়েছিলেন, শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। লকডাউনের কারণে বৃহন্মুম্বই পুরসভার ছাড়পত্র নিয়ে চন্দনবাড়ি মেরিন লাইন্সে ঋষি কপূরের শেষকৃত্য সম্পন্ন হবে। উপস্থিত থাকবেন পরিবারের ১৫ জন। ঋষি কপূরের প্রয়াণে শোকস্তব্ধ চলচ্চিত্র জগত।
Continues below advertisement
Tags :
Rishi Kapoor Viral Video Rishi Kapoor Last Video Rishi Kapoor Son Rishi Kapoor Age News Today Rishi Kapoor Biography Rishi Kapoor Brother Rishi Kapoor Latest Photo Age Of Rishi Kapoor Riddhima Kapoor Rishi Kapoor Daughter Nitu Singh Bollywood Breaking News