ইরফান খানের মৃত্যুতে শোকপ্রকাশ সুরকার শান্তনু মৈত্রের
ইরফান খানের মৃত্যুতে শোকপ্রকাশ সুরকার শান্তনু মৈত্রের |প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খান। বুধবার মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অসুস্থ হয়ে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি ছিলেন ইরফান খান। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৪। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁকে মঙ্গলবার হাসপাতালে ভর্তি করা হয়। কোলোনে সংক্রমণের কারণে তাঁকে আইসিইউ-তে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। এর আগে ২০১৯-এ ইরফান জানিয়েছিলেন যে, তিনি নিউরোএন্ড্রোক্রিন টিউমারের সমস্যায় ভুগছিলেন।
Tags :
Mumbai Actor Died Shantanu Moitra Lunch Box Maqbool Hindi Medium Piku Irrfan Khan Died Abp Ananda Bollywood Actor