Soumitra Chatterjee Health update: অক্সিজেন সাপোর্ট ছাড়াই রাতে ভাল ঘুম, এনসেফ্যালোপ্যাথির প্রভাব কাটলেই ছেড়ে দেওয়া হতে পারে অভিনেতাকে

Continues below advertisement

স্থিতিশীল হলেও আচ্ছন্নভাব কাটেনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের। নিয়ন্ত্রণে সংক্রমণ, মস্তিষ্ক পুরোপুরি সক্রিয় হতে লাগবে সময়। এনসেফ্যালোপ্যাথির প্রভাব কাটলেই হাসপাতাল থেকে মুক্তি। বেড়েছে ফুসফুসের সক্রিয়তা। চিকিৎসকরা জানিয়েছেন, নাকে নলের মাধ্যমে খাবার দেওয়া হচ্ছে তাঁকে। তবে এখনও আচ্ছন্নভাব কাটেনি অভিনেতার। অক্সিজেন সাপোর্ট ছাড়াই রাতে ভাল ঘুমিয়েছেন। খবর বেলভিউ সূত্রে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram