‘কখনও ডিপ্রেশনে ভুগতে পারেন না সুশান্ত’, দাবি সহ অভিনেতা খালিদ সৈয়দের

কখনও ডিপ্রেশনে ভুগতে পারেন না সুশান্ত সিংহ রাজপুত। নেপথ্যে অন্য কোনও রহস্য, দাবি সুশান্তের সহ অভিনেতা খালিদ সৈয়দের। বললেন, সুশান্ত একজন প্রতিভাবান তারকা ছিলেন। অনেক কিছু করার বাসনা ছিল ওর মধ্যে। মানুষের সঙ্গে ভাল ব্যবহার, কথাবার্তা বলত। সকলের সঙ্গে হেসে কথা বলা, সম্মান করা। যার লক্ষ্য এত উঁচু, যার নজর মহাকাশে সে কিছুতেই আত্মহত্যা করতে পারে না।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola