আত্মহত্যার কথা বলে ফের বয়ান বদল পরিবারের! আরও জটিল হচ্ছে সুশান্ত মৃত্যু রহস্য
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর দেওয়া বয়ানে, তাঁর বাবা এবং দিদিরা কি আত্মহত্যার কথাই বলেছিলেন? মুম্বই পুলিশ সূত্রে এমনই দাবি করা হয়েছে। পরে অবশ্য সুশান্তের বাবা পাটনায় রিয়ার বিরুদ্ধে এফআইআর করেন। তাঁর আইনজীবীরও দাবি, রিয়া জীবনে আসার পরই সুশান্তের মানসিক সমস্যা তৈরি হয়।
Tags :
Sushant Singh Rajput Death Probe ABP Ananda LIVE CBI Abp Ananda Sushant Singh Rajput Death Rhea Chakraborty