রিয়ার ফোন থেকে কেন 'ডিলিট' হোয়াটস্যাপ চ্যাট? উত্তর খুঁজছেন গোয়েন্দারা
সুশান্ত সিং রাজপুতের বান্ধবী সম্প্রতি ফোন থেকে কয়েকটি হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট করেছেন বলে ইডি সূত্রে দাবি। কিন্তু, কী ছিল সেই চ্যাটে? তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। অন্যদিকে, ইডি সূত্রে দাবি, সুশান্তকাণ্ডের তদন্তে রিয়াকে জিজ্ঞাসাবাদে একটি ছবির কথা উঠে এসেছে।