আরও দুই মাদক কারবারি গ্রেফতার, সুশান্ত মৃত্যু তদন্তে জিজ্ঞাসাবাদ বন্ধু বরুণকেও
রিয়া চক্রবর্তীর ভাই শৌভিক চক্রবর্তীর মোবাইল ফোনে চাঞ্চল্যকর তথ্য। শৌভিক নাকি ৬ জন মাদক কারবারিকে চিনতেন। গতকালের পর আজ এনসিবি আরও দু’জন মাদক কারবারিকে গ্রেফতার করে। এখন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে ড্রাগ অ্যাঙ্গেল খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সেই কারণেই এই গ্রেফতারি বলে খবর।
Tags :
Sushant Singh Rajput Death Probe DRDO Guest House ABP Ananda LIVE CBI Abp Ananda Rhea Chakraborty NCB