হোয়াটসঅ্যাপে হ্যাশ ও বড নিয়ে কথা, রিয়া কি সুশান্তকে ড্রাগ দিতেন?
সুশান্তের মৃত্যুতে ড্রাগ অ্যাঙ্গেলের তদন্তে নেমে দু’জনকে গ্রেফতার করেছে এনসিবি। গোয়েন্দা সূত্রে দাবি, রিয়া সুশান্তকে ড্রাগ দিতেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ইডি সূত্রে দাবি, রিয়ার হোয়াটসঅ্যাপ থেকে একাধিক চ্যাট মিলেছে, যেখানে তিনি ড্রাগ নিয়ে কথা বলেন।
Tags :
Sushant Singh Rajput Death Probe ABP Ananda LIVE CBI Abp Ananda Sushant Singh Rajput Death NCB Rhea Chakraborty