সুশান্ত-মামলায় ডিআরডিও গেস্ট হাউসে একযোগে ৬ জনকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা
সুশান্ত-মামলায় একযোগে ৬ জনকে জিজ্ঞাসাবাদ। সিদ্ধার্থ, নীরজ, কেশবকে একসঙ্গে জিজ্ঞাসাবাদ। সুশান্তর দুই অ্যাকাউন্ট্যান্ট রজত ও সন্দীপকেও জিজ্ঞাসাবাদ। ডিআরডিও গেস্ট হাউসে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। বন্ধু সিদ্ধার্থ এবং রাঁধুনি নীরজকে লাগাতার জিজ্ঞাসাবাদ। বয়ানের সঙ্গে মিলছে না ফরেন্সিক রিপোর্ট। আজ ফের সুশান্তের ফ্ল্যাটে যাবে ফরেন্সিক দল।
Tags :
Sandip Shridhar Sushant Singh Rajput Death Probe ABP Ananda LIVE CBI Abp Ananda Sushant Singh Rajput Death Rhea Chakraborty