ড্রাগ চ্যাটের সূত্র ধরে রিয়ার বাড়িতে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তল্লাশি
অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বাড়িতে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তল্লাশি। সুশান্তি সিং রাজপুতের মৃত্যুর তদন্তে ড্রাগ অ্যাঙ্গেল খতিয়ে দেখছে এনসিবি। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, রিয়ার সঙ্গে তাঁর ভাই সৌভিকের একটি চ্যাট সামনে এসেছে। সূত্রের দাবি, ওই চ্যাটে রিয়া সৌভিককে ড্রাগ এনে দেওয়ার কথা বলেছেন। শুধু তাই নয়, তদন্তকারীদের দাবি, সৌভিকের একটি চ্যাটের সূত্রে তাঁর সঙ্গে কয়েকজন মাদক কারবারীর যোগাযোগের বিষয়টি সামনে এসেছে। এই প্রেক্ষিতেই আজ রিয়ার বাড়িতে তল্লাশি এনসিবি-র।