কোড ওয়ার্ড ব্যবহার করে ড্রাগ সংক্রান্ত আলোচনা রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাটে ! সুশান্তের মৃত্যুতে আরও জোরাল ড্রাগ অ্যাঙ্গল
শুক্রবার সামনে এল রিয়া চক্রবর্তীর নতুন হোয়াটসঅ্যাপ চ্যাট, যাতে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে আরও জোরালো হয়েছে ড্রাগ অ্যাঙ্গেল। সূত্রের দাবি, এই চ্যাটে কয়েকটি কোড ওয়ার্ড ব্যবহার করা হয়েছে। তাই দেখে গোয়েন্দাদের অনুমান, ওই শব্দগুলির আড়ালে ড্রাগ নিয়ে কথা হচ্ছিল।
Tags :
Drug Angle In Sushant’s Case Code Words ABP Ananda LIVE Sushant Singh Rajput Case CBI Abp Ananda Sushant Singh Rajput Rhea Chakraborty