মায়ের নামে স্কুল করার স্বপ্ন অধরাই থেকে গেল সুশান্তের, প্রয়াত অভিনেতার নামে বিহারে রাস্তা
Continues below advertisement
বিহারে সুশান্তর গ্রামে পৌঁছে গিয়েছিলাম আমরা। সেখানে ঘরের ছেলের মৃত্যুশোক আজও ভোলেননি এলাকার মানুষ। মায়ের নামে একটি স্কুলও করতে চেয়েছিলেন সুশান্ত। গ্রামে একটি রাস্তারও নামকরণ করা হয়েছে সুশান্তের নামে।
Continues below advertisement