সুশান্তের বাড়ির পরিচারক ও কর্মীদের তলব ইডি-র, কেন্দ্রীয় সংস্থা চাইলেও এখনও অভিনেতার মোবাইল ফোন দেয়নি মুম্বই পুলিশ
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে তাঁর বাড়ির পরিচারক ও কর্মীদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ইডি প্রয়াত অভিনেতার মোবাইল ফোনের কল লিস্ট পরীক্ষা করে দেখতে চায়। এখনও পর্যন্ত এই মামলায় ইডি যাঁদের জিজ্ঞাসাবাদ করেছে, তাঁরা সুশান্তের সঙ্গে চ্যাট করেছিলেন। কোন কোন চ্যাট তাঁরা ডিলিট করেছেন, সেটাই দেখত চায় ইডি। তবে সূত্রের খবর, ইডি যোগাযোগ করলেও মুম্বই পুলিশ এখনও সুশান্তের মোবাইল ফোনটি তাদের দেয়নি।