অমিতাভের কবিতা থেকে সইফ-করিনার একান্ত মুহূর্ত, দেখুন কীভাবে সময় কাটছে সেলেবদের
Continues below advertisement
করোনা সঙ্কটের আবহে কবিতার মাধ্যমে মানবতার পাঠ শেখালেন অমিতাভ বচ্চন। এ সংক্রান্ত একটি ভিডিও আপলোড করেছেন তিনি| বাড়ির বাগানে সইফ আলি খানের সঙ্গে কয়েকটি ভালোবাসার মুহূর্ত কাটাতে গিয়েছিলেন স্ত্রী করিনা কপূর, কিন্তু তার বদলে করিনার চোখ জুড়ে এল ঘুম। সেই ছবি শেয়ার করেছেন যুগল| উজ্জ্বল ভবিষতের আশায় পুরোনো সোশ্যাল মিডিয়ায় নিজের পুরনো ছবি প্রকাশ করেছেন সোনম কপূর।
Continues below advertisement
Tags :
Celebrities During Lockdown COVID19 Amitabh Bachchan Anil Kapoor Kareena Kapoor Saif Ali Khan Sonam Kapoor Abp Ananda Coronavirus