Alia Bhatt and Ranbir Kapoor baby : কেমন আছে আলিয়া ভট্ট- রণবীর কপূরের মেয়ে?

Continues below advertisement

আলিয়া ভট্ট- রণবীর কপূরের জীবনে প্রথম সন্তান। 
মা হলেন আলিয়া। রবিবার সকালে দক্ষিণ মুম্বইয়ের একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। সকাল ৮ টা নাগাদ রণবীর কপূর আলিয়া ভট্টকে তাঁদের বান্দ্রার বাড়ি থেকে বেরোতে দেখা যায়ে। দুটি আলাদা গাড়িতে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন তাঁরা। 
সকাল ৮.২০ নাগাদ আলিয়াকে নিয়ে হাসপাতালে পৌছন রণবীর। হাসপাতালে পৌছন আলিয়া ভট্টর মা সোনি রাজদান ও রণবীর কপূরের মা নীতু কপূর।  তারপর সেই শুভক্ষণ। বেলা ১২.০৫-এ সুখবর আসে কপূর আর ভট্ট পরিবারে

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram