Hoy Ma Noy Bouma: আইনি লড়াইয়ের মারপ্যাঁচ চলছে সাথী-র কাহিনিতে, জমিয়ে আড্ডা অনুমিতা-ইন্দ্রজিতের সঙ্গে
আইনি লড়াইয়ের মারপ্যাঁচ চলছে ধারাবাহিক সাথী-র কাহিনিতে। অনুমিতা আর ইন্দ্রজিৎ কী বলছেন তাঁদের এই ধারাবাহিকের অনস্ক্রিন আর অফস্ক্রিন অভিজ্ঞতা সম্পর্কে? চলুন, আজ তাঁদের সঙ্গেই জমিয়ে আড্ডা দেওয়া যাক।
জয়পুরে ঘুরতে গিয়েছে বীর আর বুলবুল। ধারাবাহিক 'মেরা বালম থানেদার'-এর মুখ্য দুই চরিত্র দেদার মজা করেছে পিঙ্ক সিটিতে। দেখুন, কেমন ছিল তাঁদের জয়পুর সফর।