HMNB: ধারাবাহিক 'আলোর কোলে' কাহিনিতে রাধার সামনে একের পর এক চ্যালেঞ্জ, নিজের সফর নিয়ে কী বললেন সোমু?
Continues below advertisement
ABP Ananda LIVE: ধারাবাহিক আলোর কোলে-তে রাধার ভূমিকায় অভিনয় করছেন সোমু সরকার (Somu Sarkar)। সিরিয়ালের (Bengali Serial)কাহিনিতে তাঁর সামনে এখন একের পর এক চ্যালেঞ্জ। শ্যুটিংয়ের অবসরে নিজের সফর নিয়েই জমিয়ে আড্ডা দিলেন সোমু। সিরিয়ালের সেটে নয়, দুই বান্ধবী একজোট হলেন গেমিং জোনে। তারপর, হই-হুল্লোড়েই কাটল সারাটা দিন। অভিনেত্রী সিরাত কপূর এবং মেঘা চক্রবর্তী, মানে ধারাবাহিক ইমলির ইমলি আর চিনি, কেমন কাটালেন তাঁদের ছুটির দিনটা, দেখেই নেওয়া যাক।
Continues below advertisement