করোনাকে পরাজিত করবই, এটাই প্রতিজ্ঞা স্বাধীনতা দিবসে বার্তা মিমি চক্রবর্তীর
অভিনেত্রী মিমি চক্রবর্তী জানানলেন, 'স্বাধীনতা যে বড় শব্দ এবং তাঁর অর্থ আমার জন্য আর কিছু নয়। স্বাধীনতা মানে আমাদের সব দিক থেকে স্বাধীন। চিন্তাভাবনার স্বাধীনতা , নিজের স্বাধীনতা। নিজের মনের স্বাধীনতা। স্বাধীনতা সব দিক থেকে"। "আসুন আমার এই স্বাধীনতা দিবসে সবাই মিলে প্রতিজ্ঞা করি যে এই করোনাকে আমরা পরাজিত করব। এবিপি আনন্দের দর্শকদের আমার তরফ স্বাধীনতা দিবসের থেকে অনেক অনেক শুভেচ্ছা।" জানালেন অভিনেত্রী