Hoy Ma Noy Bouma: অনুরাগীদের জন্য জিৎ গঙ্গোপাধ্যায় এবার গাইলেন ভজন। ABP Ananda live

Entertainment News: অনুরাগীদের জন্য জিৎ গঙ্গোপাধ্যায় এবার গাইলেন ভজন। আর এই গানের নেপথ্যে তাঁর অনুভূতির কথাও শেয়ার করলেন জিৎ। ভক্তিরসে ভাসলেন জিৎ গঙ্গোপাধ্যায়। শিব বন্দনায় ভজন গাইলেন তিনি। জিও সিনেমায় আজ থেকেই দর্শকেরা দেখতে পাবেন বীরসা দাশগুপ্ত পরিচালিত, দিব্যাঙ্কা ত্রিপাঠী, জাভেদ জাফরি, নমিত দাস অভিনীত সিরিজ 'দ্য ম্যাজিক অফ শিরি'। এই সিরিজে অর্ণব চৌধুরীর লেখা গানে সুর দিয়েছেন দীপ্তার্ক বসু। গানটি গেয়েছেন তুষার যোশী। সাজঘরে ঢুকেই রোজ মেকআপে লুক নিজের লুক পাল্টে ফেলেন গর্বিতা। কী কী থাকে তাঁর মেকআপ কিটে? শ্যুটিংয়ের ফাঁকেই নিজের মেকআপ রহস্য শোনালেন গর্বিতা। ধারাবাহিক হরগৌরী পাইস হোটেলের কাহিনি কোন পথে এগোচ্ছে তাতে নজর আছে দর্শকদের। তবে অর্ণব আর শুভস্মিতার অফস্ক্রিন কেমিস্ট্রি তো সিরিয়ালের গল্পে ধরা পড়ছে না। সেটের বাইরে মজার খেলার চ্যালেঞ্জ নিয়ে মুখোমুখি হলেন দুজনে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola