Hoy Ma Noy Bouma: টেলি দুনিয়ার বাছাই করা খবর দেখে নিন হয় মা নয় বৌমায়
তুলসী আর অগ্নি। মানে ধারাবাহিক ফেরারি মন-এর সুদীপ্তা আর বিপুল। ছোটপর্দায় তাঁদের সম্পর্ক যেমনই হোক না কেন ক্যামেরার পিছনে তাঁরা একে অপরের খুবই ভাল বন্ধু। একসঙ্গে অভিনয় করতে করতে একে অপরকে কতটা চিনলেন তাঁরা? চলুন শুনেই নেওয়া যাক।