আমার পুজো : নিউ নর্মালে দুর্গাপুজোয় কেমন সেজে উঠেছে সিংহী পার্ক? ঘুরে দেখলেন অমৃতা
Continues below advertisement
দূর্গা মায়ের কাছে এবার সকলের একটাই প্রার্থনা, দূর হোক করোনা। এবারে স্বাস্থ্যবিধি মেনে হবে পুজো। অঞ্জলি থেকে ভোগ বিতরণ। পুজোর চেনা ছবি বদলে যাবে এবার। আমার পুজো অমৃতা চট্টোপাধ্যায় ঘুরে দেখলেন সিংহী পার্ক, মুদিয়ালি ক্লাব ও বাদামতলা আষাঢ় সংঘের পুজো প্রস্তুতি।
Continues below advertisement