Sera Bangali 2023 Iman Chakraborty : 'তানপুরা নিয়ে রেওয়াজ করতেই বড় শান্তি' : ইমন। ABP Ananda Live

Iman Chakraborty: সেরা বাঙালি-২০২৩। সঙ্গীতক্ষেত্রে সেরা ইমন চক্রবর্তী (Iman Chakraborty) । লিলুয়ার মেয়ে। রবীন্দ্রসঙ্গীত থেকে ছবির প্লে-ব্যাক, নিজস্ব মিউজিক অ্যালবাম। সবই ক্রিটিক্যালি অ্যাক্লেইমড। জাতীয় পুরস্কার (Sera Bangali Award by ABP Ananda) থেকে মানুষের ভালবাসা সবই তাঁর ঝুলিতে। কোন গানে সবথেকে শান্তি খুঁজে পান? আগামীদিনে কি মুম্বইতে প্লেব্যাক মিউজিকে পাওয়া যাবে ইমনকে ? এবিপি লাইভে মন খুললেন ইমন চক্রবর্তী। ABP Ananda Live

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola