'Jawan' Prevue: কখনও বীভৎস মুখ, কখনও মুণ্ডিত মস্তকে নাচ... তিনি নায়ক না খলনায়ক? এ কোন শাহরুখ? প্রকাশ্যে 'জওয়ান' প্রিভিউ

কথা মতো আজ মুক্তি পেল 'জওয়ান' (Jawan)-এর প্রিভিউ। আর সেখানে দেখা গেল কেবল শাহরুখ নয়, সব চরিত্রের ঝলকই। দেখা গেল নয়নতারা (Nayanthara), বিজয় সেতুপতি (Vijay Sethupati), সান্যা মলহোত্র (Sanya Malhotra) ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)-র লুক। নজর কাড়ল দীপিকার শাড়ি পড়ে অ্যাকশনের ঝলক। সোশ্যাল মিডিয়ায় আজ যে ঝলক শেয়ার হয়েছে.. সেখানে ভিন্ন ভিন্ন লুকে দেখা যাচ্ছে শাহরুখকে। কিন্তু তাঁর পরিচয়, তা ধোঁয়াশাতেই। এমনকী তিনি পাপ না পূণ্য, হিরো না ভিলেন.. ধোঁয়াশা বজায় রাখা হল সেটা নিয়েও। হিন্দি, তামিল ও তেলুগুতে 'জওয়ান' ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ৭ সেপ্টেম্বর।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola