Jeet: আমি বন্ধুত্ব করতে টলিউডে আসিনি, সিনেমা বানাতে এসেছি: জিৎ

Entertainment News: টলিউডে (Tollywood News) এখন অন্যধারার ছবির রমরমা। সম্পর্কের গল্প থেকে শুরু করে রাজনীতি, সমাজের বিভিন্ন না ছোঁয়া দিককেই অনেকে তুলে ধরতে চান ছবির মধ্যে। তবে এই সমস্তকিছুর থেকে বেশিরভাগ সময়েই অন্য পথে হাঁটেন তিনি। জিৎ (Jeet)। মাঝেমধ্যে অন্যধারার চরিত্রে তাঁকে দেখা গেলেও, জিৎ নিজে উপভোগ করেন মূলধারার ছবিকেই। বুমেরাং (Boomerang) মুক্তির পরে, এবিপি লাইভকে (ABP Live) দেওয়া সাক্ষাৎকারে, জিৎ তুলে ধরলেন, টলিউডের ছবি নিয়ে তাঁর ভাবনা, পরিকল্পনার কথা, ব্যক্তিগত জীবনের কথা। কেমন কাটে জিতের ছুটির দিনটা? কাজের মধ্যেই থাকেন তারকা নাকি বাড়ির খুদে সদস্যদের সঙ্গে সময় কাটান তিনি? এবিপি লাইভের সঙ্গে এসমস্ত কিছু ভাগ করে নিলেন তিনি। ABP Ananda Live 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola