Jeet Ganguly Exclusive: গিটারের সঙ্গে বাড়িতে এল বেত! জিৎ গঙ্গোপাধ্যায়ের গান অজান্তেই রেকর্ড করে রাখতেন মা
৬ মে মুক্তি পাচ্ছে সোহম চক্রবর্তী, প্রিয়ঙ্কা সরকার অভিনীত ছবি 'কলকাতার হ্যারি'। এই ছবির সুরের দায়িত্ব রয়েছে জিৎ গঙ্গোপাধ্যায়ের কাঁধে। এই ছবিতে প্রথমবার সোহমকে দিয়ে প্লেব্যাক গাইয়েছেন জিৎ। তাঁর ছোটবেলার সুরের যাত্রা শুরু হয়েছিল কী করে? গান নয়, জিৎ ভেবেছিলেন খেলাকেই পেশা হিসেবে নেবেন? এবিপি লাইভে অকপট আড্ডায় জিৎ।
Tags :
ABP Ananda Tollywood Entertainment এবিপি আনন্দ Priyanka Sarkar ABP Exclusive ABP Live ABP Live Exclusive Entertainment News Soham Chakraborty Prosenjit Chatterjee Kolkatar Harry এবিপি আনন্দ এন্টারটেনমেন্ট টলিউড এবিপি লাইভ বাংলা ছবি Jeet Ganguly Exclusive প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ABP Ananda