Jisshu Sengupa Exclusive Interview: আলাপ ছিল না, সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে শ্যুটিং ছেড়ে ক্রিকেট খেলতে চলে গিয়েছিলেন যীশু!

Continues below advertisement

পাঁচতারা হোটেলের বসার ঘর। একটা দেওয়াল কাচের। ওপর থেকে দেখা যাচ্ছে শহর কলকাতার বেশ অনেকটা অংশ। কাচের দেওয়ালের দিকে পিছন ফিরে সোফার কুশনের ওপর গা এলিয়ে বসেছিলেন তিনি। হালকা গোলাপি টি শার্ট, রিপট জিনসের সঙ্গে পায়ে ফ্লুরোসেন্ট সবুজ জুতো। ক্যামেরা ফিট করার সময়টুকু চেয়ে নিতেই সহকারীদের সঙ্গে দু-একটা জরুরি বাক্যালাপ সেরে নিলেন তিনি। এবার শুরু করা যাক? আরও একটু আরাম করে বসে আর আরও একটু হেসে উত্তর দিলেন, 'অবশ্যই'। ক্যামেরা চালু করে দিলেন ওনারই সহকারী... ক্যামেরার সঙ্গে আলাপ করিয়ে দিতেই সেদিকে তাকিয়ে হাত জোড় করে নমস্কার করলেন যীশু সেনগুপ্ত  (Jissu Sengupta)। শুরু হল 'অভিযান' (Abhijaan)।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram