Jojo Mukherjee: সিনেমার গান কমে যাচ্ছে? স্টেজে উঠলে নাকি পরিবেশ নষ্ট হয়ে যায়? সোজাসাপ্টা প্রশ্নে খোলামেলা জোজো
ছোট থেকেই তাঁর ভাল লাগত গান.. বাবা-মা দুজনেই সঙ্গীত জগতের মানুষ। সেই কারণে তিনি যে গানের জগতে পা রাখবেন, তা যেন সিদ্ধান্ত নেওয়াই ছিল। কিন্তু সত্যিই কী তাঁর পথ একেবারে কুসুমাস্তীর্ণ ছিল? একেবারেই নয়। তাঁর কথায়, ' সেলিব্রিটি বাবা-মায়ের সন্তান হলেও প্রত্যেককে নিজের জায়গা নিজে তৈরি করে নিতে হয়। শুধু তাই নয়, প্রত্যেকটা সময় নিজেকে প্রমাণ করতে হয় কারণ সবসময়েই তার সঙ্গে তার বাবা মায়ের তুলনা করা হয়।' সেই বেড়া পেরিয়েই তিনি নিজের খ্যাতির আলোয় আজ নিজেই উজ্জ্বল। তিনি জোজো মুখোপাধ্যায় (Jojo Mukherjee)। বর্ষশেষে, এবিপি লাইভকে জোজো শোনালেন, তার কেরিয়ারের একেবারে শুরুর দিকের গল্প।
#Jojo #JojoMukherjee #EntertainmentNews #Tollywood #Yearender #LookBack2024 #YearEnder2024
Tags :
Jojo Jojo Mukherjee Entertainment News Tollywood Bengali Singer Year Ender 2024 Look Back 2024 Year Ender