K K Death Update: কে কে-র শেষ মুহূর্তের কথা জানিয়েছেন তাঁর ম্যানেজার রীতেশ ভাট

Continues below advertisement

গতকাল অনুষ্ঠান শেষে ফিরে যাওয়ার সময় গাড়িতে শীত করছিল কে কে-র। এসি বন্ধ করে দিতে হয়। হাতে-পায়ে ক্র্যাম্প ধরতে শুরু করে। হোটেলে ফিরে অনুরাগীদের ডাকে সাড়া দিয়ে ছবিও তোলেন কে কে। হোটেলের ঘরে ঢুকে সোফায় বসতে গিয়ে পড়ে যান। কে কে-র শেষ মুহূর্তের কথা জানিয়েছেন তাঁর ম্যানেজার রীতেশ ভাট। পাশাপাশি, তিনি জানিয়েছেন, গতকাল নজরুল মঞ্চ ওভার ক্রাউডেড ছিল।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram