Kamaleshwar Mukherjee Exclusive: 'সমাজে কার কতটা প্রতিপত্তি আর রাজনৈতিক ক্ষমতা, নির্ধারণ করে দেয় সিনেমা'

তাঁর প্রথম ওয়েব সিরিজ 'রক্তপলাশ' মুক্তি পেল ওটিটি প্ল্যাটফর্ম 'ক্লিক'-এ। শাল পলাশের জঙ্গলে নগর সভ্যতার জীবনের গল্প তুলে ধরবে এই সিরিজ। পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। মুখ্যভূমিকায় রয়েছেন শিলাজিৎ, দেবদূত ও অন্যান্যরা। এই ছবি তৈরি করার সময় কী কী পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন পরিচালক? বর্তমান টলিউড ইন্ডাস্ট্রির বর্তমান পরিস্থিতিটা ঠিক কেমন? এবিপি লাইভের সাক্ষাৎকারে অকপট কমলেশ্বর মুখোপাধ্যায় (Kamaleswar Mukherjee)

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola