Katakuti: প্রকাশ্যে রাজা চন্দ পরিচালিত ওয়েব সিরিজ ‘কাটাকুটি’-র ট্রেলার, মুক্তি ২৫ মার্চ | Bangla News

২৫ মার্চ ওয়েব প্লাটফর্ম ক্লিকে মুক্তি পাবে রাজা চন্দের প্রথম ওয়েব সিরিজ ‘কাটাকুটি।’ সিরিজটিতে অভিনয় করেছেন সৌরভ দাস, পিয়ান সরকার, মানসী সেনগুপ্ত, দেবতনু, অভিজিৎ গুহ, বিপ্লব বন্দ্যোপাধ্যায়। এক ঘৃণ্য অপরাধকে কেন্দ্র করে এই সিরিজের কাহিনি লেখা হয়েছে। গল্পে দেখা যাবে, সিরিজরটির প্রধান দুই চরিত্র আদিত্য আর কৌশানির বিয়ের আগেই খুন হয়ে যাবে কৌশানি। কৌশানির মৃত্যুর প্রতিশোধ নিতে নিজেকে বদলে ফেলবে আদিত্য। এক চরম পথ বেছে নেবে সে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola