Kisholoy Movie: ছাত্রজীবনের মার্কশিটের ভূমিকা ঠিক কী? আসছে নতুন বাংলা ছবি 'কিশলয়'

এবারে থ্রিলার ছবি পরিচালনা করছেন পরিচালক আতিউল ইসলাম। স্কুল জীবনের এক কঠিন বাস্তবকে নিয়ে লেখা ছবি 'কিশলয়'-এর গল্প। প্রতিটি স্টুডেন্টের জীবনে মার্কশিটের নম্বরটাই কি সব কিছু? নাকি অনেক নম্বর পাওয়ার চাপেই ঘনিয়ে আসে এক প্রবল মানসিক চাপ?

ছবির পরতে পরতে রয়েছে সাসপেন্স। এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দেবলীনা দত্ত, অভিনেতা সুদীপ মুখোপাধ্য়ায়, সুদীপ্তা চক্রবর্তী, শিশু শিল্পী অদ্রিজা মুখার্জী, বিবেক ত্রিবেদী, দেবরাজ  প্রমুখ। ছবির গল্প লিখেছেন তানবীর কাজী। ছবিতে সঙ্গীতের দায়িত্বে রয়েছেন সঙ্গীতশিল্পী ইন্দ্রাণী বন্দ্য়োপাধ্য়ায়। 'আরন্যক ফিল্মস' প্রোডাকশন-এর ব্যানারে এই বছরই মুক্তি পাবে এই ছবি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola