Nandikar Theatre: রিহার্সাল রুমে এখন সাজো সাজো রব | নাট্যপ্রেমীরা নাট্যমঞ্চে ভাবনার রসদ পাবেন নান্দীকার ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যালে

Continues below advertisement

ABP Ananda Live: রিহার্সাল রুমে এখন সাজো সাজো রব। দিন-রাত নিরন্তর মহড়া। দিন এগিয়ে আসছে। নাট্যপ্রেমীরা নাট্যমঞ্চে ভাবনার রসদ পাবেন নান্দীকার ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যালে।নাট্যপ্রেমীদের জন্য উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। নান্দীকারের রিহার্সাল রুমে মহড়া চলছে জোর কদমে। ১৬ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে নান্দীকার ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল। দেশের নানা প্রান্ত থেকে নাট্য ব্যক্তিত্বরা অংশ নেবেন এই নাট্যোৎসবে।  ৯১ বছর বয়সে পা দিয়েও এবারে নান্দীকারের নাটক মাধবী-তে অভিনয় করবেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। এছাড়াও অন্যতম আকর্ষণ হিসেবে থাকবে চন্দন সেনের নাটক মেঘনাদ, সুমন মুখোপাধ্যায়ের ভানু, নৈহাটি নাট্য় সমন্বয়ের নাটক ফেরারি ফৌজ। নান্দীকারের প্রযোজনায় সপ্তর্ষি মৌলিক পরিচালিত এক থেকে বারো ছাড়াও পাঞ্চজন্য, নবান্ন মঞ্চস্থ হবে।ছোটদের তিনটি নাটক ব্যাঙের রাজা, অচলায়তন, বিচিত্রানুষ্ঠানও
মঞ্চস্থ হবে নান্দীকার ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যালে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola