Kolkata Cinema hall reopen: বৃহস্পতিবার খুলবে হল, আশা দিচ্ছেন মাল্টিপ্লেক্স কর্তাদের একাংশ
Continues below advertisement
করোনা আবহে ৩১ জুলাই খোলার কথা থাকলেও, খোলেনি কোনও সিনেমা হল। দ্বিতীয় দিনেও একই ছবি, হতাশ সিনেপ্রেমীরা। আগামী ৫ অগাস্ট খুলবে হল, আশা দিচ্ছেন মাল্টিপ্লেক্স কর্তাদের একাংশ। করোনা আবহে বিধি মেনে ৫০ শতাংশ দর্শক নিয়ে হল খোলার ছাড়পত্র দিয়েছে রাজ্য সরকার। তবে এখনও সাধারণের জন্য ট্রেন না চলায় দূর থেকে কর্মীরা কীভাবে যাতায়াত করবেন, কীভাবে স্যানিটাইজেশন-সহ আনুষঙ্গিক কাজ হবে তা নিয়ে ভাবনায় সিঙ্গলস্ক্রিন মালিকরা। আগামী সপ্তাহে হল খুলতে মরিয়া তাঁরাও।
হল খোলার প্রস্তুতি শুরু হলেও, এখনই হাতে নেই ভাল কোনও টলি-বলি ছবি। আপাতত হলিউডের ছবি দিয়েই দর্শকদের হলমুখী করার ভাবনা মাল্টিপ্লেক্সগুলির। সিঙ্গল স্ক্রিনের মালিকরা দর্শক টানতে চাইছেন পুরনো ছবি দিয়েই।
Continues below advertisement