Laxmi Kakima Superstar: বাস্তবের চরিত্ররাই অনুপ্রেরণা, 'লক্ষ্মী কাকিমা' হয়ে লড়াইয়ের গল্প বলতে আসছেন অপরাজিতা

Continues below advertisement

২৫ বছরের কেরিয়ারে ২০ বছর ছোটপর্দায় কাজ করেছেন তিনি। টেলিভিশনই তাঁকে পরিচিতি দিয়েছে, জনপ্রিয়তা দিয়েছে, ভালোবাসা দিয়েছে। তাই পুজোর আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিলেন ছোটপর্দায় ফেরার। কেবল অপেক্ষা ছিল পছন্দের চরিত্র আর গল্পের। ধারাবাহিক 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'-এর গল্প শুনে মনে হয়েছিল, এই চরিত্র ছুঁয়ে যাবে টেলিভিশনের দর্শকদের। তাই লাল পেড়ে হলুদ শাড়ি পরে, মাথায় এক থোকা রঙ্গন গুঁজে টেলিভিশনের পর্দায় 'লক্ষ্মী' হয়ে ফিরছেন অপরাজিতা আঢ্য। অপরাজিতার স্বামীর চরিত্রে অভিনয় করছেন দেবশঙ্কর হালদার। ১১ বছর পরে ধারাবাহিকে ফিরছেন তিনিও। বড়পর্দা, ছোটপর্দা হোক বা মঞ্চ, বিনোদনের প্রত্যেক মাধ্যমেই অবাধ যাতায়াত তাঁর। তবে মঞ্চকে প্রাধান্য দিয়েই ছোটপর্দা থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন তিনি। দেবশঙ্কর-অপরাজিতাকে একসঙ্গে পেয়ে খুশি পরিচালকও। প্রায় ১ দশক পর ছোটপর্দায় ফিরছেন অভিনেতা। নতুন ধারাবাহিককে শুভেচ্ছা জানিয়েছেন অন্যান্য কলাকুশলীরাও। সব মিলিয়ে ছোটপর্দার দর্শকদের নতুন গল্প বলতে তৈরি 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram