Lokkhi Chhele: মন থেকে মুছে যাক কুসংস্কার, এই বার্তা নিয়েই বড়পর্দায় আসছে ‘লক্ষ্মী ছেলে’
মন থেকে মুছে যাক কুসংস্কার। সমাজ বেরিয়ে আসুক কুসংস্কারের অন্ধকার থেকে। এই বার্তা নিয়েই বড়পর্দায় আসছে ‘লক্ষ্মী ছেলে’। মুক্তির আগে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত উজান গঙ্গোপাধ্যায় অভিনীত ফিল্ম ‘লক্ষ্মী ছেলে’-র পুরো টিম এবিপি আনন্দের মুখোমুখি।