Maidaan: 'আমার চরিত্রের প্রশংসার ভাগীদার টলিউডের সহশিল্পীরা', বললেন রুদ্রনীল ঘোষ। ABP Ananda Live
Continues below advertisement
Rudranil Ghosh: সামনেই লোকসভা ভোট (Lok Sabha Election 2024), কাজেই সরগরম রাজনীতির ময়দান। ভোটে লড়ার টিকিট তিনি পাননি বটে, আপাতত 'ময়দান' (Maidaan Movie)-এ তাঁকে দেখতেই টিকিট কিনছেন দর্শক! অজয় দেবগণ (Ajay Devgan) অভিনীত 'ময়দান' ছবিতে আলাদাভাবে নজর কেড়েছেন, প্রশংসিত হয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। রাজনীতির ময়দান, নাকি ময়দানের রাজনীতি... ছবি মুক্তির পরে কোনটাকে এগিয়ে রাখতে চান রুদ্রনীল? অভিনেতা বলছেন, 'ময়দান সারা দেশে মানুষের ভালবাসা ও শুভেচ্ছা কুড়োচ্ছে। আসলে ময়দান একটা গৌরবোজ্জ্বল ইতিহাস যেটা ঢাকা পড়ে গিয়েছিল।' ABP Ananda Live
Continues below advertisement
Tags :
Bollywood Actor Rudranil Ghosh Entertainment News Rudranil Ghosh Interview Maidaan Movie Review