Film Star: ফের পিছোচ্ছে ময়দানের মুক্তির তারিখ?, ২৯ জুন বড় পর্দায় আসছে 'সত্যপ্রেম কি কথা
Continues below advertisement
Film Star: ফের পিছোচ্ছে ময়দানের মুক্তির তারিখ? ২৯ জুন বড় পর্দায় আসছে কার্তিক আরিয়ান আর কিয়েরা আডবাণীর 'সত্যপ্রেম কি কথা'। মুক্তির অপেক্ষায় তমান্না ভাটিয়া অভিনীত সিরিজ 'জি করদা'। দেখে নেওয়া যাক বিনোদন দুনিয়ার সেরা খবরগুলো। কপিল আর সৌম্যা তাঁদের সাংসারিক ঝামেলা কি টেনে আনলেন সবার সামনে? নাকি, সম্পর্কের তিক্ততা দূরে সরিয়ে গল্প জমালেন হাসিমুখে? মুক্তির পর সোমবার পর্যন্ত প্রথম চারদিনে ভারতীয় বক্স অফিসে প্রায় ২৭ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে জরা হটকে জরা বচকে। সারা আলি খান এবং ভিকি কৌশল তাঁদের এই ছবি নিয়েই মুখোমুখি হলেন আড্ডায়।
Continues below advertisement
Tags :
Film Star