Manoj Mitra: পাতাঝরার মরশুমে শূন্য বাঞ্ছারামের সাজানো বাগান, শোকপ্রকাশ দেবশঙ্কর হালদারের

Tollywood News: প্রয়াত অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র (Manoj Mitra Passes Away)। আজ সকাল ৮টা ৫০ মিনিটে জীবনবসান হয় তাঁর। সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনক অসুস্থতায় ভুগছিলেন কিংবদন্তি এই নাট্যব্যক্তিত্ব। ৮৬ বছর বয়স হয়েছিল তাঁর। নাট্যকলায় অনন্য অবদানের জন্য ২০১৬ সালে 'সেরা বাঙালি' সম্মানে সম্মানিত করা হয় তাঁকে। 

মনোজ মিত্রর প্রয়াণে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। লিখলেন, 'বঙ্গবিভূষণ মনোজ মিত্রর প্রয়াণে শোকাহত। বাংলা থিয়েটার ও চলচ্চিত্র জগতে তাঁর অবদান ছিল অসামান্য। তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও অনুরাগীদের সমবেদনা জানাই'। সোশাল মিডিয়ায় পোস্ট করে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। মনোজ মিত্রর প্রয়াণে গভীর শোকপ্রকাশ বিরোধী দলনেতার। 'তপন সিংহর বাঞ্ছারামের বাগান, সত্যজিৎ রায়ের ঘরে বাইরে, গণশত্রুতে তাঁর অভিনয় চিরস্মরণীয়। তাঁর পরিবার, বন্ধু ও অনুগামীদের গভীর সমবেদনা জানাই', সোশাল মিডিয়ায় পোস্ট শুভেন্দু অধিকারীর। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola