Rani Rashmoni Update: জগদম্বার চরিত্রে অভিষেক মিমির, বিদায়ের আগে কেক কেটে উদযাপন রোশনির
বদলে যাচ্ছে 'করুণাময়ী রানি রাসমনি উত্তর পর্ব' ধারাবাহিকের জনপ্রিয় চরিত্রের মুখ! এতদিন রোশনি ভট্টাচার্যকে দেখা যেত জগদম্বার চরিত্রে অভিনয় করতে। কিন্তু ব্যক্তিগত কারণে এই চরিত্রটি ছেড়ে দিচ্ছেন তিনি। তাঁর বদলে জগদম্বার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী মিমি দত্ত সাহানিকে।