Mithun Chakraborty Exclusive: ছবি বিশ্বাসের জুতোয় পা গলানোর জন্য পরীক্ষা দিতে হয়েছিল মিঠুন চক্রবর্তীকেও!
Continues below advertisement
আজ বাংলায় মুক্তি পেল তাঁর ছবি.. কিন্তু তিনি বসে রয়েছেন সুদূর আলাস্কায়। যে গল্পের সঙ্গে মিলে মিশে রয়েছে রবি ঠাকুর, সেই ছবিকে পর্দায় ফুটিয়ে তোলার গুরুদায়িত্ব তাঁর কাঁধে। শুধু কি তাই.. স্বর্ণযুগে যে ছবিগুলি দর্শকদের মনে চিরকালের জন্য জায়গা করে নিয়েছে, তারমধ্যে অন্যতম হল এই ছবি। 'কাবুলিওয়ালা' (Kabuliwala)। সেই সিনেমাকেই ফের বড়পর্দায় ফিরিয়ে আনছেন সুমন ঘোষ (Suman Ghosh)। আর সেই ছবিতে যিনি 'কাবুলিওয়ালা', তিনি একসময় রাজত্ব করেছেন টলিউড থেকে শুরু করে বলিউডে। মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তাঁর কাছে প্রথম ছবির অফার আসা থেকে শুরু করে কাবুলিওয়ালাকে পর্দায় ফুটিয়ে তোলা... এবিপি লাইভকে (ABP Live) আলাস্কায় বসে জুম কলের ওপার থেকে, এক সন্ধেয় নিজের কাবুলিওয়ালার গল্প শোনালেন মিঠুন।
Continues below advertisement
Tags :
ABP Live Exclusive Mithun Chakraborty Exclusive Kabuliwala ABP Ananda Entertainment Entertainment News ABP Exclusive ABP Live Tollywood