Mohomaya Web Series: সবাই দেশের কাজ করুক, আমরা সিনেমাটাই করতে ভালোবাসি' বলছেন স্বস্তিকা-অনন্যা

Continues below advertisement

নির্বাচনের আগে রাজনীতিতে নাম লিখিয়েছেন টলিউডের একঝাঁক তারকা। অনেকেই আবার প্রার্থীপদে দাঁড়িয়েছেন। কাজেই এখন রুপোলি পর্দা থেকে বেরিয়ে মানুষের কাছে গিয়ে প্রচারে ব্যস্ত অভিনেতা অভিনেত্রীরা। টলিউডে থাকলে রাজনীতিতে যোগদান করাটা কি বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে? অনন্যা বললেন, ‘স্বস্তিকা আমায় একটা ভারি ভালো কথা শিখিয়ে দিয়েছে। তুমি বলবে না আমি?’ স্বস্তিকা অনন্যার হাত ধরে বললেন, ‘তুমিই বলো, আমি বললে বেশি কেস খাব।‘ কাজেই অনন্যাই দিলেন উত্তরটা, ‘রাজনীতিতে যোগদান বাধ্যতামূলক অবশ্যই নয়। আমরাই তো করিনি। যারা রাজনীতিতে যাচ্ছে যাক, আমরা সিনেমাটাই করি।‘ অনন্যার কথার রেশ ধরেই স্বস্তিকা বললেন, ‘ আমি ভীষণ নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসি। আর সবার জন্য কাজ করার এত লোক.. ভিড়...। আমি এমনিতেই অনেকের জন্য অনেক কিছু করি। আমার বাবা ছোটবেলা থেকে বলেছিলেন, বাঁ হাত করলে যেন ডান হাত না জানতে পারে। যাঁরা এত দেশের দশের কাজ করছে তাঁদের জন্য আমাদের শুভেচ্ছা, আমরা যারা তিন-চারজন পড়ে থাকব, তারা বরং বেশি বেশি করে সিনেমাটাই করব। ওটা করতেই আমরা বেশি ভালোবাসি।‘ ফের একযোগে হেসে ফেললেন দুই নায়িকা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram