Rashid Khan: প্রয়াত উস্তাদ রাশিদ খান,শোকস্তব্ধ হৈমন্তী, অনুপম। ABP Ananda Live

Anupam Roy: থেমে গেল সুরেলা সফর।  প্রয়াত উস্তাদ রাশিদ খান (Rashid Khan Demise)। বয়স হয়েছিল ৫৫ বছর। গত কয়েক বছর ধরেই প্রস্টেট ক্যানসারে (Cancer) ভুগছিলেন শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী রাশিদ খান। গত বছরের ২১ নভেম্বর, ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। তাঁকে ভর্তি করা হয় পিয়ারলেস হাসপাতালে। সেখানেই আজ তাঁর মৃত্যু হয়। এদিন শোকস্তব্ধ হৈমন্তী শুক্লা (Haimanti Sukla) বলেন, 'উস্তাদ রাশিদ খান ছিল বটে কিন্তু ওঁকে কখনও উস্তাদের মতো পেতাম না। ও আমার ছোট ভাইয়ের মতো ছিল। প্রত্যেক বছর ভাইফোঁটা দিতাম। আমার বাড়িতে যাতায়াত করত'। সঙ্গীতশিল্পী অনুপম রায় (Anupam Roy) দুঃখপ্রকাশ করে বলেন, 'ভীষণই দুঃখজনক। অসুস্থ ছিলেন জানতাম কিন্তু এত অল্প বয়সে ছেড়ে চলে যাবেন, এই সঙ্গীত ভুবনকে অন্ধকারে ফেলে চলে যাবেন, সেটা কেউ আমরা আশা করিনি। পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা'। ABP Ananda Live

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola