Nachiketa Chakraborty: ‘কাল কী খাব? ৩০ বছর আগের মতো দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় আজও’ ABP Ananda Live

কোন দল করেন ? এখনকার রাজনীতিকে কোন চোখে দেখেন ? লোকে কুকথা বললে কেমনভাবে নেন ? সাক্ষাৎকার দিতে বসলে, এসব প্রশ্নের উত্তর তো নচিকেতা (Nachiketa Chakraborty) দেবেনই। তবে, ৩০টা বছর যাঁর গান নিয়ে কেটে গেল, কেমন ছিল সে সফর, সেটা যাঁদের বেশি করে জানতে ইচ্ছে করে, তাঁদের তিনি কী উত্তর দিলেন ? নচিকেতা কী ভাবেন, গানের একাল সেকাল নিয়ে ? কাদের জন্য গান তিনি ? এখনও কি স্বপ্ন দেখেন ? চিৎকার করে বলতে চান, এই বেশ ভাল আছি ?  জন্মদিনে এবিপি লাইভ (ABP Live) খুঁজে পেল এমন এক নচিকেতাকে... যাঁর না বলা ছিল অনেক কথা।কখনও হাসলেন, কখনও দৃপ্ত ভাষায় বলে গেলেন নিজের ভাবনাগুলো। প্রতিবাদের কথা শোনালেন আবার গানের সুরে ভিজলেন, ভেজালেন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola