Nachiketa Exclusive: সরকারি চাকরি ছেড়েছি, বাবাকে বলেছিলাম, 'ইতিহাস হতে চাই' ABP Ananda Live
ছোটবেলায় বাবা প্রশ্ন করেছিলেন, 'কী হতে চাও'? সেদিন কিছু না ভেবেই তিনি বলেছিলেন 'ইতিহাস হতে চাই'। তবে এই 'ইতিহাস' হয়ে ওঠার রাস্তাটা সহজ ছিল না। ৩০ বছর ধরে দর্শকদের একই মুগ্ধতায় মজিয়ে রাখাটা নেহাৎ সহজ নয়। বারে বারে প্রতিবন্ধকতা এসেছে, রটে গিয়েছে তিনি অসুস্থ। বিরক্ত হয়েছেন, ঘুরেও দাঁড়িয়েছেন তিনি। উত্তর দিয়েছেন মঞ্চে। তিনি নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty)। শিল্পী শিকড় ছিল বাংলাদেশে। নচিকেতা মনে করেন, কাঁটাতারের বেড়া তুলে দেওয়া উচিত। পুরনো সময় ফিরে পেলে, মাকে জড়িয়ে ধরতে চান একবার, আর অনেক মানুষকে 'সরি' বলতে চান, জীবনে রয়ে গিয়েছে অনেক আফশোসও... এবিপি লাইভ (ABP Live) খুঁজে পেল এমন এক নচিকেতাকে...যাঁর না বলা ছিল অনেক কথা। কখনও হাসলেন, কখনও ভিজল চোখ। প্রতিবাদের কথা শোনালেন আবার গানের সুরে ভিজলেন, ভেজালেন।
Tags :
Nachiketa Chakraborty ABP Exclusive Interview Nilanjana Bangla Gaan Bengali Singer Nachiketa Birthday Nachiketa Exclusive ABP Bangla Exclusive Jibonmukhi Gaan Briddhasrom Rajorshree Sopno