Neel - Trina Marriage : 'অদ্ভুত লাগছে, নার্ভাসও', নীলের সঙ্গে বাঁধা পড়ার পর বললেন তৃণা
শ্যুটিং নয়। এবার বাস্তব জীবনেই বিয়ের পিঁড়িতে সাতপাকে বাঁধা পড়লেন তৃণা সাহা এবং নীল ভট্টাচার্য। দক্ষিণ কলকাতার এক রিসর্টে আয়োজিত হল বিয়ের জমকালো অনুষ্ঠান। ধারাবাহিক কৃষ্ণকলিতে নিখিলের চরিত্রে নীল আর খড়কুটোয় গুনগুনের চরিত্রে তৃণা, বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় দুই তারকা। তাঁদের বিয়ের অনুষ্ঠানে আশীর্বাদ জানাতে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বিয়েতে লাল বেনারসীতে সেজেছেন তৃণা। নীলও সেজেছেন একদম বাঙালি সাজে, ধুতি-পঞ্জাবিতে। তাঁদের পোশাক ডিজাইন করেছেন অভিষেক রায়।
Tags :
Neel Bhattacharya Wedding News Trina Saha Marriage Marriage Ceremony Of Neel Trina Neel Trina Marriage Reception Neel Trina Marriage Ceremony Neel Trina Marriage News