Nigel Akkara Exclusive: 'বাইরে যাব না কখনও, মাকে বলেছিলাম, তোমার হারানো সম্মান ফিরিয়ে দেব কলকাতাতেই'
Nigel Akkara Exclusive: সামনেই মুক্ত পাচ্ছে তাঁর নতুন ছবি 'তীরন্দাজ শবর'। সেই ছবির গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন তিনি। এই প্রথম নয়, 'মুক্তধারা' দিয়ে যাত্রা শুরু করে একের পর এক চরিত্রে দর্শকদের মন জয় করেছেন তিনি। নাইজেল আকারা। তাঁর অন্ধকার অতীতের কথা সবাই জানলেও বর্তমান সমাজ ভালোবেসেছে তাঁকে। রুপোলি পর্দা, মঞ্চে দর্শকদের মন জয় করেছেন তিনি। কিন্তু সহজ ছিল না এই সফরটা। শুনতে হয়েছে যথেষ্ট অপমান। কেমন ছিল নাইজেল আকারার সফরটা? বর্তমানে কেমন আছেন তিনি? এপিবি আনন্দে অনর্গল নাইজেল আকারা।
Tags :
ABP Ananda Tollywood Entertainment ABP Exclusive ABP Live Nigel Akkara Saswata Chatterjee ABP Live Exclusive Entertainment News অরিন্দম শীল Saswata Chatterjee Exclusive শাশ্বত চট্টোপাধ্যায় Sobor Tirondaj Sobor ABP Ananda Nigel Akkara Exclusive