Nigel Akkara: বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে মিউজিক্যাল থিয়েটারের আয়োজন নাইজেলের
নাটকের মঞ্চে হবে নতুন উপস্থাপনা। সেই মিউজিক্যাল থিয়েটারে অংশ নেবে খুদেরা। প্রস্তুতি চলছে। আর ছোটদের নিয়ে এই নাটকের সব দায়িত্ব সামলাচ্ছেন নাইজেল আকারা। বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে মিউজিক্যাল থিয়েটারের আয়োজন করেছে কোলাহল থিয়েটার ওয়ার্কশপ। ২০জন শিশুকে নিয়ে তাঁদের এবারের প্রয়াস ‘চুপচাপ চার্লি’। এই মিউজিক্যাল থিয়েটারের মূল ভাবনা নাইজেল আকারার। এই নাটকের হাত ধরেই প্রথমবার নাট্যমঞ্চের সঙ্গে বন্ধুত্ব হচ্ছে ওম সাহানির। ওমের সঙ্গে এই নাটকে অভিনয় করছেন দেবলীনা কুমার। এই মিউজিক্যাল থিয়েটারে গান গেয়েছেন ইমন চক্রবর্তী, দুর্নিবার সাহা, তিমির বিশ্বাস, শোভন গঙ্গোপাধ্যায়। পাশাপাশি শিশুদের প্রশিক্ষণও দিয়েছেন তাঁরা। ডিসেম্বরে মঞ্চস্থ হবে চুপচাপ চার্লি।
Tags :
Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Bengali News - ABP Ananda